শেষ পর্যন্ত একটি কার্যকর রাজনৈতিক মতবাদ কোনো নির্দিষ্ট ধর্মের উপর ভিত্তি করে গড়ে তোলা সম্ভব নয়। ধর্ম কিছু অবদান রাখতে পারে, তবে একটি পুরো রাজনৈতিক কর্মকাণ্ড ধর্মের সাথে সঙ্গতি রেখে পরিচালিত হতে পারে না।



শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
আমি এরশাদবিরোধী আন্দোলন করেছি। বিএনপির রাজনীতি করতে গিয়ে আমার মা-বাবা, ভাই-বোন ও সন্তানকেও হারিয়েছি কিন্তু রাজনীতি ছাড়িনি। আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা। ঐক্যবদ্ধ থাকতে হবে। ভয়-ভীতি, লোভ-লালসা যাই কিছু দেখাক না কেন, আপস করা চলবে না। আমি সকালেও বলেছি, এখনও আবার বলছি, আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া
সংবিধানে বা বিধানে যা-ই থাকুক না কেন, যদি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হয় এবং জনগণ সংস্কার প্রক্রিয়ায় যুক্ত না হয়, তাহলে কোন সংস্কার কর্মসূচি শেষ পর্যন্ত কার্যকর ফলাফল দিতে পারবে না।


দেশনায়ক তারেক রহমান

Ванвин азарт и стратегия на кончиках пальцев

Ванвин: азарт и стратегия на кончиках пальцев Обзор различных форматов азартных игр Настольные игры и их популярность Как выбрать свою стратегию Психология игрока в азартные игры Влияние эмоций на игру…